নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: বুধবার ১২,মার্চ :: বসন্তের আগমনে প্রাকৃতিক উপায়ে আবির তৈরি করে বসন্ত উৎসব উদযাপন করল বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের নিউট্রিশন ও ভেষজ উদ্যান থেকে রঙিন ফুল সংগ্রহ করে, কচি পাতা তুলে, এবং বিভিন্ন রঙের সবজি ব্যবহার করে শিক্ষার্থীরা সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির প্রস্তুত করল। শিক্ষক-শিক্ষিকারাও এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, বাজারের কেমিক্যালযুক্ত আবিরের পরিবর্তে পরিবেশবান্ধব এবং ত্বকের জন্য নিরাপদ ভেষজ আবির ব্যবহারের সচেতনতা বাড়াতেই এ আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “বাজারের আবিরে পারদ, লেড অক্সাইড, কপার সালফেটসহ ক্ষতিকারক রাসায়নিক থাকে, যা আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমরা শিক্ষার্থীদের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে আবির তৈরির উদ্যোগ নিয়েছি, যা ত্বকের কোনো ক্ষতি করবে না এবং পরিবেশ বান্ধবও হবে।”