বসন্ত বাসন্তীকা সন্ধ্যা রাজনগরে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজনগর :: সোমবার ১৭,মার্চ :: বসন্ত বাসন্তীকা সন্ধ্যা আয়োজিত হলো রাজনগরে। নবদিগন্তিকা নৃত্যকেন্দ্রমের উদ্যোগে আয়োজিত রবিবার সন্ধ্যায় এই সাংস্কৃতিক সন্ধ্যার শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা দিয়ে।

এরপর বড়বাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে চলে কচিকাঁচাদের পরিবেশিত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

হাজির ছিলেন অভিভাবক থেকে এলাকার বিশিষ্টজনেরা। এ বিষয়ে আয়োজক সংস্থার তরফে কর্ণধার শর্মিষ্ঠা সিনহা জানান, আজকের এই উদ্যোগ প্রসঙ্গে জানান, রাজনগর, তাঁতিপাড়া ও সিউড়ির কচিকাঁচারা এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সফল করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =