বসিরহাটের এক বছর দশ মাসের দিশার নাম উঠলো গিনিজ বুকে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৯,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্য গুড়িয়া গ্রামের শিক্ষক জয়দেব সরকার ও মা পায়েল সরকার তাদের শিশু কন্যা দিশা সরকার বয়স এক বছর দশ মাস ।অনায়াসে ভারতবর্ষের ১৭ টি রাজ্যের রাজধানীর নাম ৫০,সেকেন্ডে বলে দিয়ে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ নাম নথিভুক্ত করলেন ।

এই কীর্তিতে গর্বিত গোটা গ্রাম থেকে শুরু করে জেলা রাজ্য ভারতবর্ষে এই বিরল কৃতিত্ব অর্জন করল ছোট্ট শিশু কন্যা। অনায়াসে একদিকে ভারতবর্ষের রাজ্যের রাজধানীর নাম অন্যদিকে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ, ফল ও বিভিন্ন পাখির নাম ৫০ সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে তারই স্বীকৃতি পেল দিশা।

২০২৩ সালের গত মাসের ১০ই সেপ্টেম্বর আবেদন করেছিল তারপর মোবাইলে ভিডিও কলের মধ্যে দিয়ে পরীক্ষা দেয় ছোট্ট শিশু। সেই স্বীকৃতি পেল দিশা, এই ছোট্ট শিশু কন্যার বিরল কীর্তি সাক্ষী থাকলো গোটা দেশ। শিশু কন্যার এই স্বীকৃতিতে চলতি মাসের ৫ই অক্টোবর তাকে সার্টিফিকেট মেডেল পাঠায় গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =