নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভ্যাবলা :: মঙ্গলবার ১,জুলাই :: বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ২ দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট থানার ভ্যাবলা চত্বরে রবিবার গভীর রাতে টহল দিচ্ছিল বসিরহাট থানার পুলিশ।
সেই সময় বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর যায় ভ্যাবলা আম বাগানে ২ দুষ্কৃতী বেআইনি কাজ করার জন্য জড়ো হয়েছে। সেই মতো হানা চালানো হয় ভ্যাবলা আমবাগান এলাকায়। সেখান থেকে বিদেশী আগ্নেয়াস্ত্র সহ ২ কুখ্যাত দুষ্কৃতিকে পাকড়াও করে পুলিশ।
ধৃতদের আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বিদেশি ৭ এমএম পিস্তল। ধৃতরা হলেন কল্যাণ দাস ও বুদ্ধদেব পাল। তাদের গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।