নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: শনিবার ৩০,আগস্ট :: কলেজ ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় গ্রেপ্তার ২। বসিরহাটের হাড়োয়া থানার কালিকাপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ২১ বছর বয়সি এক কলেজ ছাত্রী কলেজ সেরে বাড়ি ফিরছিল। সেই সময় হাড়োয়ার কালিকাপুর এলাকায় তিন যুবক তাকে উত্যক্ত করা শুরু করে।
সেই সময় রাস্তায় কেউ না থাকার সুবাদে ওই যুবকরা ওই ছাত্রীকে লাগাতার অশ্লীল ইঙ্গিত ও কু’মন্তব্য করতে থাকে। তারপর ওই ছাত্রীর চেঁচামেচিতে এলাকার লোকজন জড়ো হয়ে গেলে ওই তিন যুবক পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি ওই যুবতী তার পরিবারকে বিশদে জানায়।
তারপর হাড়োয়া থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে কালিকাপুর ও শংকরপুর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আর এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।