বসিরহাটে জলমগ্ন গ্রাম – নেই কোনো ত্রান তাই বিক্ষোভ গ্রামবাসীদের

রাজা ভঞ্জ চৌধুরী  :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের বুরুজ গ্রামের ঘটনা । বিক্ষোভকারীদের অভিযোগ-এক মাসের ওপরে গ্রামের প্রায় তিনশোর উপরে পরিবার জলমগ্ন অবস্থায় আছে । গ্রামে কোথাও হাঁটু সমান জল আবার কোথাও কোমর সমান জল ।

ঘরের ভেতরে জল ঢুকে গেছে । গ্রামের মানুষের চলাফেরা করাই দুর্বিষহ হয়ে উঠেছে। চাষের জমি ও মাছের ভেড়ির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মহীন হয়ে পড়েছে গ্রামের মানুষ । তারপরেও এলাকায় দেখা নেই প্রধান বা মেম্বার সহ প্রশাসনিক আধিকারিকদের ।

ত্রাণ পাচ্ছে না , পাচ্ছেনা কোন সরকারি সাহায্য । বহুবার বলেও দেখা নেই প্রধান বা সরকারি আধিকারিক দের । অগত্যা গ্রামের মানুষ এক হয়ে বিক্ষোভ দেখালো সরকারি সাহায্যের জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =