নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: সোমবার ২৭,নভেম্বর :: উত্তর ২৪ পরগনা জেলার, বসিরহাট মহকুমার, হাড়োয়া থানার, গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের, পুকুরিয়া গ্রামের ঘটনা । স্থানীয়রা জানাচ্ছেন ২২ বছরের গৃহবধূ আরিফা খাতুন তাকে প্রথমে দেখতে পেয়ে হাড়োয়া থানায় খবর দেয় । পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করে, হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।