নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ১৭,মার্চ :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া পেয়ারা তলার এলাকার ঘটনা । ভাটা থেকে লরি বোঝাই করা টাকি রোডের শাকচুরা বাজারের দিকে আসছিল। এই সময় সাইকেলে করে সারাদিন ভিক্ষা করে বাড়ি ফিরছিল এক বছর পঞ্চাশের মান্নান মন্ডল।
ইট ভাটার লরি তার সাইকেলে ধাক্কা মারে তার মাথার উপর দিয়ে লরির চাকা উঠে যায় ঘটনাস্থলে স্থানে স্থানীয়রা ছুটে এসে রাস্তা অবরুদ্ধ করে দেয়। পাশাপাশি ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ । পুলিশকে ঘিরে ও মৃতদেহ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।

কারণ দীর্ঘদিন ধরে তারা কোটি কোটি টাকা আয় করে যাচ্ছে ভাটা মালিকেরা আর মৃত্যু হচ্ছে অসহায় সাধারণ মানুষের । যতক্ষণ পর্যন্ত এই রাস্তা ডাবল লেন না হবে এবং রাস্তা মেরামত না হবে ততক্ষণ তারা মৃতদেহ তুলতে দেবেন না বলে রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখায় ।
অবশেষে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডলে এসে সাধারণ মানুষকে বুঝিয়ে আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে । তারপরে মৃতদেহটি উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ বসিরহাট জেলা পুলিশ মর্গে পাঠিয়েছে । এই মৃত্যু ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।