নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের আমুদিয়া সীমান্তের ঘটনা । জানা যায় গতকাল রাতের অন্ধকারে বাংলাদেশ গাঁজা পাচার করছিল পাচারকারীরা
ঠিক সেই সময় বিএসএফের ১৪৩ ৪নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর আমুদিয়া সীমান্তের জোয়ানরা ১২ কেজি গাঁজা সহ আসিফ সদ্দার নামে এক পাচারকারীকে গ্রেফতার করে জানা যায় ধৃত আসিফ সরদারের বাড়ি বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কাটি এলাকায়