নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৫,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সাব ডিভিশনের টাকি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের টাকি রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র রিপন মাত্র ৮ বছর বয়স ইছামতীর নদী থেকে মাটি এনে নানা রকম দেবদেবীর মুক্তি তৈরি করা শুরু করে । এখন সেই রিপন মাত্র এক ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে তাগ লাগিয়ে দিয়েছে ।
টাকিতে প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শত শত লোক সেই এক ফুটের দুর্গা প্রতিমা দেখার জন্য ভিড় করছেন বাড়ির সামনে রিপনের মা বলেন আমার ছেলের ছোটবেলা থেকেই ঠাকুর তৈরীর প্রতি খুব আকৃষ্ট প্রথমে ছোট ছোট নানা রকম মুক্তি তৈরি করা শুরু করে |
এখন বর্তমানে সে এক ফুটের দুর্গা প্রতিমা ছাড়াও আরো বড় বড় দুর্গা প্রতিমা তৈরি করছে আশা করি আগামী দিনে আমার ছেলের দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি দেবে এবং খুব ভালো জায়গায় স্থান পাবে এটাই আমি আশা করছি।