নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শনিবার ৩০,আগস্ট :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ৭ নম্বর ওয়ার্ডের কাচারি পাড়া চলতি মাসের ১৬ আগস্ট বড় চুরি হয় সেখান থেকে প্রাচীনকালের ৩৭ টির উপর কয়েন পাশাপাশি ৫৫ গ্রাম সোনার গহনা মোবাইল ট্যাব নগদ বারো হাজার টাকা সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ টাকা।
কিন্তু তাৎপর্যপূর্ণ হলো এর উপর কয়েনগুলো ব্রিটিশ আমলের যা দুর্মূল্য দুষ্প্রাপ্য চুরি হয়ে গিয়েছিল। ওই ব্যক্তি বসিরহাট থানায় একটি লিখিত অভিযোগ করেন আর বিশেষ তাৎপর্যপূর্ণভাবে ওই অভিযোগের বয়ানে রুপোর কয়েন উল্লেখ করেন যা অত্যন্ত মূল্যবান পাশাপাশি ৫৫ গ্রাম সোনার অলংকার চুরি হয় ।তদন্ত নেমে বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বসিরহাট থানার আইসি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা তদন্তে নেমে মালিক সরদার ও বাবলু সরদার এই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে ।
পুলিশ বলে এদের নামে এর আগেও উত্তর ২৪ পরগনা বিভিন্ন থানায় এলাকায় পুলিশের খাতায় ছুরি ছিনতাই রাহাজানির একাধিক অভিযোগ রয়েছে ।