নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৫,ডিসেম্বর :: বসিরহাট পুলিশের বড়সড় সাফল্য,বিভিন্ন থানায় একাধিক দুষ্কৃতীমূলক অভিযোগ থাকা পাঁচ দুষ্কৃতিকে হাতেনাতে গ্রেপ্তার করলো বসিরহাট থানার পুলিশ, উদ্ধার একটি ৭এম এম পিস্তল, দুই রাউন্ড গুলি,১৫ হাজার টাকার ভারতীয় জাল নোট, দুটো ওয়াকিটকি ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমার বসিরহাট থানার শশীনা বাজার সংলগ্ন এলাকার
ঘটনা । এই পাঁচজনকে বহুদিন ধরেই হাসনাবাদ থানা, বসিরহাট থানা, মাটিয়া থানা সহ একাধিক থানা খুঁজছিল । কিন্তু এরা চতুরতার সাথে গা ঢাকা দিয়ে ঘুরছিল।এদের বিরুদ্ধে একাধিক থানায় একাধিক দুষ্কৃতীমূলক অভিযোগ রয়েছে।
বসিরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট থানার শশীনা বাজার এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেফতার করে ।

