নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ৭,জুলাই :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার প্রশাসনের উদ্যোগে শেষ মুহূর্তে প্রস্তুতি বিভিন্ন এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের কয়েক ঘন্টা আগের শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে ব্যালেট ও গাড়ি নিয়ে বিভিন্ন বুথে বুথে রওনা দিয়েছেন ভোট কর্মীরা।
যদিও পঞ্চায়েত নির্বাচনে যথাযথ নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে বেশ কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে হবে। এমনটাই দাবি তাঁদের।
বসিরহাট ভিসিআরটি কাউন্টিং হল থেকে সকাল থেকে ব্যালট বক্স নিয়ে সীমান্ত থেকে সুন্দরবন নিজে নিজে ভোট কেন্দ্রে হাজির হচ্ছেন পোলিং অফিসার থেকে শুরু করে ভোট কর্মী এরই মধ্যে নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে ।
বাদুড়িয়াতে এক ভোট কর্মী তিনি বলেছেন সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা থাকলেও এখনো আমরা পাইনি নিরাপত্তাহীনতায় ভুগছি যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা না পাবো আমরা ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে যাব না এই নিয়ে বিক্ষোভ দেখান বাদুড়িয়া চয়নিকা হলে ডিসিআরটি তে l