নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: বসুমতী ইনস্টিটিউট অফ নার্সিং কলেজের চতুর্থ বর্ষ ল্যাম্প লাইটিং। এদিনের অনুষ্ঠানে নার্সিং ছাত্রীদের প্রদীপ নিয়ে শপথ গ্রহণ করানো হয়। এমন কি বিভিন্ন রাজ্যের নৃত্য প্রদর্শনী তুলে ধরা হয়।
উপস্থিত ছিলেন পলি গাঙ্গুলী, ছায়া মাহাত, উম্মে সালমা, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজুদ্দিন মল্লিক, কলেজের কর্ণধার রবিন দত্ত, প্রাক্তন শিক্ষক শচীন পাল, জয় কুমার ধারা, কলেজের প্রিন্সিপাল পিঙ্কি দাস প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন সুদীপ্তা দত্ত,লতিফুন্নেসা।