নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: মঙ্গলবার ১,জুলাই :: বসেছে জলের পাইপ,পানীয় জল এখনও অধরা। তীব্র দাবদাহের মাঝে ব্যাপক জল সংকটে গ্রাম। মঙ্গলবার সকালে রাস্তায় বালতি রেখে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের মহিলারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘ ১৮ বছর আগে মহেন্দ্রপুর পিএইচই থেকে অর্ধেক গ্রামে ও এক বছর আগে বৈরাট পিএইচই থেকে অর্ধেক গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ বসানো হলেও বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন এখনও পর্যন্ত হয়নি। তীব্র দাবদাহে গ্রামের তিন শতাধিক পরিবার জল কষ্টে ভুগছেন।
পানীয় জলের জন্য কখনও মাঠের সেচ থেকে আবার কখনও অন্যের বাড়ি থেকে জল নিতে হচ্ছে দিনমজুর পরিবারগুলিকে। গ্রামবাসীদের দাবি, পিএইচই দপ্তর দ্রুত জল সরবরাহের ব্যবস্থা করুক। না হলে আগামী দিনে তারা ভোট বয়কট করবেন।
আরও অভিযোগ,এলাকায় সরকারি সাবমার্সিবল পাম্প থাকলেও তা দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে। নলকূপ থেকে ঠিকভাবে জল উঠছে না।