বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের মনোনয়ন পত্র জমা হলো ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: মঙ্গলবার ২৩,এপ্রিল :: বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের মনোনয়ন পত্র জমা হলো । সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলা বহরমপুরের প্রশাসনিক ভবনে দলীয় নেতাদের নিয়ে জেলার নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক রাজশ্রী মিত্র এর কাছে মনোনয়ন পত্র জমা করেন।

এদিন দুপুরে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক তৃণমূল জেলা কার্যালয়ে উপস্থিত হন প্রার্থী ইউসুফ পাঠান। এরপর একে একে উপস্থিত হন তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুর বিধায়ক হুমায়ুন কবীর, রেজিনগর বিধায়ক বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান, নওদা বিধায়িকা সায়নী মনতাজ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।

বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে অগণিত মানুষকে সঙ্গে করে মনোনয়ন পত্র জমা দিতে যান। নিয়ম নেমে জেলার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন ইউসুফ সাহেব। মনোনয়নপত্র জমা দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন জয়ের ব্যাপারে এক শতাংশ আশাবাদী। বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে তিনি জয়লাভ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =