বহিরাগত উপদ্রবের বিরুদ্ধে বর্ধমান স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখালেন রেল কোয়ার্টারের আবাসিকেরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান  :: রবিবার ৩,ডিসেম্বর ::  বহিরাগত উপদ্রবের বিরুদ্ধে বর্ধমান স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখালেন রেল কোয়ার্টারের আবাসিকেরা।তাদের দাবি রাতবিরেতে আক্রমণ করা হচ্ছে পরিবারের উপর। বিহিতের দাবিতে তারা উচ্চস্তরের হস্তক্ষেপ চেয়েছেন।এরা সকলেই পূর্ব রেলের ড্রাইভারদের পরিবারের লোক।
পূর্ব বর্ধমানে রেলওয়ে কোয়ার্টারে যে সমস্ত রেলওয়ে ড্রাইভারদের পরিবারে লোকজন থাকেন তারা নিরাপত্তার অভাবের কথা তুলে ধরে বিক্ষোভ আন্দোলন করলেন রেলওয়ে ড্রাইভার কক্ষ অফিসের সামনেই। তাদের দাবি রেল প্রশাসন  যাতে নিরাপত্তার ব্যবস্থা করে। তাদের হুমকি যতক্ষ্ণ দাবি মানছেন না রেল কর্তৃপক্ষ তারা অনড় থাকবেন।
অভিযোগ রাতে বেশ কিছু বহিরাগত মানুষ রেলওয়ে কোয়ার্টারে ঢুকে কিছু পরিবারের লোকজনকে মারধর করে। পরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হয়। তারা দাবি করেছেন যারা এরকম ঘটনার সাথে যুক্ত তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হোক। এই দাবি নিয়েই  বিক্ষোভ আন্দোলনে সামিল রেলওয়ে ড্রাইভার এবং তাদের পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 4 =