বহিরাগত’ কাঁটায় বিদ্ধ তৃণমূল আজকের তৃণমূলের ঘোষনায় ইউসুফ পাঠান ,কীর্তি আজাদ আর শত্রুঘ্ন সিনহা !!!!!!!

কলকাতা ব্যুরো :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: রবিবার ১০,মার্চ :: অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, গেরুয়া শিবিরকে বহিরাগত তিরে বিঁধতে পিছপা হননি। সেই তৃণমূলের প্রার্থী তালিকাতেই এবার বহিরাগতদের ছড়াছড়ি। বাবুল সুপ্রিয় ইস্তফা দেওয়ায় আসানসোল আসনে আগেই বিহারিবাবু শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল।

এবার গুজরাটের বরোদা থেকে নিয়ে এসে অধীর গড় বহরমপুরে প্রার্থী করা হল প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানকে । অন্যদিকে বর্ধমান পশ্চিমে প্রার্থী হয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দিল্লির বাসিন্দা কীর্তি আজাদ ।

২০১৪ সালে বিহারের দ্বারভাঙ্গা থেকে বিজেপির সাংসদ ছিলেন কীর্তি আজাদ। পরে বনিবনা না হওয়ায় বিজেপি থেকে কংগ্রেস হয়ে ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই কীর্তি আজাদকেই বর্ধমান পশ্চিম আসনে প্রার্থী করেছে তৃণমূল। আসানসোল ও পশ্চিম বর্ধমান ইতিমধ্যেই তৃণমূলের জেতা আসন। এই দুটি আসনে ফের তৃণণূলের জয়ের সম্ভাবনা যথেষ্টই।

একমাত্র বহরমপুরে জিতেছে কংগ্রেস। সেখানেই ইউসুফ পাঠানকে সামনে রেখে কংগ্রেসকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে দল। তবে যে তৃণমূল বিজেপিকে বহিরাগত তকমায় সবসময় বেঁধে সেই তৃণমূলই কীভাবে ৩ গুরুত্বপূর্ণ আসনে বহিরাগতদের প্রার্থী করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =