নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি :: বহুতল আবাসন থেকে ছিঁড়ে পড়লো লিফ্ট। আশঙ্কাজনক অবস্থায় এক।রক্ষণাবেক্ষনের গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুরের তপবন সিটিতে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে আবাসনের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন আবাসিকরা।
গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুরের তপবন সিটির ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামার জন্য লিফটে চেপে ছিলেন ওই ব্যক্তি। লিফ্টে চাপা মাত্রই একেবারে নিচে ছিঁড়ে পড়ে লিফটটি।গুরুতর আহত হন ওই ব্যক্তি।
দেখতে পেয়ে নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।