নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: অবশেষে বহুদিনের কাঙ্খিত ব্যারাকপুর রাসমণি শ্মশানঘাটে শুরু হয়েছে জেটি তৈরির কাজ। এর আগে ঘাট টি তে বাঁশ দিয়ে জেটি তৈরি করা ছিল।কিন্তু সেটিও বহুদিন ধরে ভগ্নদশায় পড়েছিল। যার জন্য ঘাটটি বন্ধ ছিল বহুদিন।একসময় বহু মানুষ এই ঘাট দিয়ে পারাপার করতেন।গঙ্গার ওপারের সাথে এপারের মানুষের সংযোগ স্থাপিত হতো এই জেটি ঘাটের মাধ্যমে। কিন্তু তা ভেঙ্গে যাওয়ায় সমস্যায় পড়েন এলাকার মানুষ। সেই কথা মাথায় রেখেই বর্তমানে বেশ কিছুদিন ধরে সেই ঘাটটি সংস্কারের কাজ শুরু করেছে ব্যারাকপুর পৌর সভা ।
রাজ্য সরকারের সহযোগিতায় এখন পাকাপাকিভাবে লোহার জেটি তৈরি হচ্ছে এই ঘটে।এতে মানুষের আবার যাতায়াতের রাস্তা অনেক সুলভ হয়ে উঠল বলে মনে করা হচ্ছে।খুশি সাধারণ যাত্রীরা ।