নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৬,এপ্রিল :: বহুদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হল বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ পুলিশ ফাঁড়ি।এবার আর বর্ধমান সদর থানায় ছুটে যেতে হবেনা ।
এখানকার নাগরিকদের, বিভিন্ন অভিযোগ সহ নাগরিক পরিষেবা পাবে এর আশেপাশে ৬টি ওয়ার্ড থেকে।দীর্ঘদিন ধরে অফিসার নিযুক্ত না থাকার কারণে এই ফাঁড়িটি অচল অবস্থায় ছিল।
নতুন করে একজন ইনচার্জ অফিসার (আইসি) নিয়োগ করে ফাঁড়িটির কার্যক্রম আবার শুরু করল জেলা পুলিশ প্রশাসন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, সহকারী পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য পুলিশ এবং প্রশাসনিক কর্তারা।
জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, “নতুনগঞ্জ পুলিশ ফাঁড়িটি বেশ কয়েক বছর বন্ধ ছিল, কারণ সেখানে কোনও অফিসার পোস্টিং ছিল না । শুধু ফোর্স থাকত।
এবার একজন অফিসার পোস্টিং করা হয়েছে। এটি বর্ধমান থানার অধীনে চালু হচ্ছে। এই ফাঁড়ি থেকে আশপাশের ছয়টি ওয়ার্ডের মানুষ সরাসরি পুলিশি পরিষেবা পাবেন”।