আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৬,মার্চ :: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া ময়দান থেকে ধর্মতলা, গঙ্গার নিচে দিয়ে মেট্রোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।গঙ্গার নিচে ৫২০ মিটার লাইনের ওপর দিয়ে মেট্রো ছুটবে ১৫ মিনিট অন্তর।
এই উদ্বোধনকে ঘিরে হাওড়া ময়দান চত্বরে মেট্রো স্টেশনের কাছে বহু মানুষের জমায়েত দেখা গেল আজ সকাল থেকে। হাওড়ায় মানুষ মনে করছে, জ্যাম জট থেকে একটা মুক্তির রাস্তা খুলে গেল তাদের সামনে আজ। যদিও টিকিটের মূল্যধার্য করা হয়েছে মাত্র পাঁচ টাকা।
ভারতবর্ষে এই প্রথম গঙ্গার নীচ দিয়ে এই মেট্র পরিষেবাকে একটা বাণিজিক পরিষেবা বলা হয়েছে। এই পরিষেবার ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে প্রতিদিন । গতকালই প্রধানমন্ত্রী রাজ্যে আসেন। রাজভবনে রাত্রিবাস করে আজ সকালে তিনি ঐতিহাসিক মেট্রর উদ্বোধন করেন। জানা গেছে তিনি আজ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।