নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: আজ উত্তর হাওড়ার সালকিয়া, ঘুসুড়ি, লিলুয়া, বেলগাছিয়া সহ সন্নিহিত এলাকা জুড়ে বহু প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীশ্রীশীতলা মায়ের স্নানযাত্রা উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মাতৃ দর্শনে লক্ষাধিক পুণ্যার্থী উপস্থিত থাকবেন এই উৎসবে।
শ্রীশ্রীশীতলা মাতার স্নানযাত্রাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। মঙ্গলবার সেই পুণ্য স্থানের তিথি। আর এই পুণ্য স্নানযাত্রাকে ঘিরেই সেজে উঠেছে সালকিয়া তথা উত্তর হাওড়ার বিভিন্ন অঞ্চল। কয়েক যুগ ধরে চিরাচরিত প্রথা মেনে হয়ে আসছে এই শীতলা মায়ের স্নানযাত্রা উৎসব।
এই উৎসবকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশ ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী তৎপরতায় সালকিয়ার উত্তর হাওড়া চত্বর জুড়ে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। রাস্তায় ব্যারিকেড করা হয়েছে। এই স্নানযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই সমস্ত যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে সালকিয়া চত্বর জুড়ে। সকালে বড় শীতলা মায়ের মন্দিরে আসেন মন্ত্রী অরূপ রায়।