নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শনিবার ৫,জুলাই :: রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জের সন্নিকটে পাকা সড়কে শতাব্দী প্রাচীন বট গাছের ডাল ভেঙে পড়লো একটি যাত্রীবাহী অটোর উপর।
এর এর ফলে কিছুক্ষণ যাবত ব্যাহত হয় যান চলাচল। তবে যাত্রীরা রেহাই পেলেও আহত হন টোটো চালক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের সহায়তায় আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ।