নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৬,নভেম্বর :: ভারতের মুখ্য নির্বাচন দপ্তরের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে যে এস আই আর লাগু হয়েছে তার প্রতিনিধি হিসেবে BLO রা সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে প্রত্যেক অঞ্চলের বাড়ি বাড়ি যাবে তারা। গিয়ে বৈধ ভোটারদের হাতে তুলে দেবে অ্যানুমারেশন ফর্ম।
সেই নির্দেশ অনুযায়ী আজ BLO রা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন। সেই খবর করতে গিয়ে আমাদের প্রতিনিধদের চোখে যা ধরা পড়ল। তা হল হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েতের অধীন অঞ্চলে এক ব্যক্তি নিজেকে BLO পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং SIR ফর্ম বিলি করছেন।
আমাদের প্রতিনিধি যখন তাকে জিজ্ঞাসা করেন আপনার নির্বাচন দপ্তরের প্রমাণ কোথায় তিনি তখন বলছেন আমাকে এখনো দেয়নি কোন পরিচয় পত্র শুক্রবার দিন দেবেন নির্বাচন দপ্তর থেকে। এখানে কি প্রশ্ন ওঠেনা এই ব্যক্তি কি আদৌ BLO ? সেই প্রশ্ন জাগছে বাঁকড়ার সাধারণ মানুষের মধ্যে।
কারণ ওই ব্যক্তি নির্বাচন দপ্তরের সঠিক কোন পরিচয় পত্র দেখাতে পারেননি। এবং তিনি বলছেন তিনি মাকড়দহ বিডিও থেকে এসেছেন এই BLO র কাজ করতে।
ওই ব্যক্তির সঙ্গে কোন BLA 2 এজেন্ট ছিল না বাড়ি বাড়ি ফ্রম বিলি করার সময়। এখানেই সন্দেহ জাগে তাহলে কে এই ব্যক্তি? কি কারনে এটা করছেন সেই প্রশ্নই করছেন বাঁকড়ার সাধারণ মানুষ।

