নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ০৩,জানুয়ারি :: বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর পাঁচালী কর্মসূচি পালিত হলো। সাথে জন সংযোগ কর্মসূচি ও পালিত হলো। উল্লেখ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অধীন একটি গ্রাম পঞ্চায়েত হলো বাঁকদহ গ্রাম পঞ্চায়েত।
যা বিভিন্ন গ্রাম নিয়ে গঠিত এবং গ্রামীণ উন্নয়নের কাজ করে।এর অধীনে অমদহরা, বাল্লিগুমা, বড়মারা, চঞ্চার, চৌবেটিয়া, ছোট বাঁকাদহ, চিড়ং, ধাবনী, ধানসোল, ডম্বেরিয়া, হেতগড়া, ইন্দকুড়ি, কদমডিহা, কুসুমডিহা, মাজডিহা, মাজুরা, ফুলবনি, তালডাংরা ও উপর অমদহরা ইত্যাদি গ্রামগুলি রয়েছে।

