নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১৫,অক্টোবর :: রবিবার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের পড়ুয়া, স্থানীয় অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের সঙ্গে নিয়ে এক পদযাত্রায় অংশ নেন বাঁকুড়ার জেলাশাসক সৈয়দ এন, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও কাশীনাথ মিস্ত্রী, স্থানীয় বিডিও, স্বাস্থ্য দপ্তরের কর্মী আধিকারিক সহ অন্যান্যরা।
সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গু সংক্রমণের খবর আসছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার আগে জনসচেতনতা জরুরী। সাধারণ মানুষ সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ অনেকখানি সহজ হয়ে যায়। তাই জনসচেতনতা তৈরীর উদ্দেশ্যেই এই পদযাত্রা বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পরে কংসাবতী শিশু বিদ্যালয়ে ডেঙ্গু বিষয়ে এক সচেতনতা শিবিরে জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকরা বক্তব্য রাখেন।