নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ০৬,মে :: দ্বারকেশ্বর নদ থেকে প্রাপ্ত প্রায় হাজার বছরের প্রাচীণ বিষ্ণু মূর্তি উদ্ধার হলো বাঁকুড়ার গ্রামে। ক্লোরাইড পাথরে নির্মিত প্রায় ১২ কেজি ওজনের ভগ্ন অবস্থায় প্রাপ্ত এই বিষ্ণু মূর্তিটি বর্তমানে বিষ্ণুপুর যোগেশ চন্দ্র পূরাকীর্তি ভবনে রাখা হবে বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি তাঁদের কাছে খবর আসে জেলার বিষ্ণুপুরের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের ডিহড় গ্রামের জনৈক রাখহরি দাসের বাড়িতে স্থানীয় দ্বারকেশ্বর নদী থেকে পাওয়া প্রাচীণ একটি বিষ্ণুমূর্তি রয়েছে।
এই খবর পাওয়ার পরই বিষ্ণুপুর মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌমী দাস, যোগেশ চন্দ্র পুরাকীর্তি ভবনের কিউরেটর তুষার সরকার সহ অন্যান্যরা পুলিশকে সঙ্গে নিয়ে ডিহড় গ্রামে যান। গ্রামবাসী রাখহরি দাসের বাড়ি থেকে তাঁরাই ঐ প্রাচীণ মূর্তি উদ্ধার করে নিয়ে আসেন বলে জানা গেছে।
বিষ্ণুপুরের মহকুমাশাসক অনুপ কুমার দত্ত মূর্তি উদ্ধারের খবর জানিয়ে বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া ঐ মূর্তিটি একাদশ বা দ্বাদশ শতকে তৈরী। একই সঙ্গে এটি বিষ্ণুমূর্তি হলেও হতে পারে। তবে পুরো বিষয়টির বাখ্যা গবেষকরাই দিতে পারবেন বলে তিনি মনে করেন ।