নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: বাঁকুড়াঃ রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই হয়ে গেল অন্তত ১০ বিঘা জমির খড়, বুধবার রাতে ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েত এলাকার মান্দড়া গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মান্দড়া গ্রামের মহাদেব পাঁজা ও সমীর পাঁজার দু’টি পাশাপাশি খামারে খড় ছিল। এদিন রাতে হঠাৎই ওই খড়ের পালুই থেকে আগুন দেখতে পান গ্রামেরই যুবক। খবর দেওয়া হয় আকুই ফাঁড়িতে। পরে আকুই ফাঁড়ির পুলিশ ও সম্মিলীত গ্রামবাসীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সদস্যদের দাবি, অন্তত ১০ বিঘা জমির খড় পুড়ে গেছে। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো বিষয়টি স্পষ্ট নয় বলেই তারা জানিয়েছেন।