নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ২৮,মার্চ :: তৃনমূল পরিচালিত বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবীতে স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন এলাকার প্রভাবশালী তৃনমূল নেতা মধুসূদন ডাঙ্গর।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোদ মধুসূদন ডাঙ্গরের বিরুদ্ধেই বাঁকুড়ার এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড় এলাকায় পড়ল পোস্টার। ছাপানো পোস্টারে তৃনমূলের জেলা কমিটির ওই সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির কাজে বাধা দেওয়ার অভিযোগ আনার পাশাপাশি প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ওই তৃনমূল নেতার সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পোস্টারের নিচে লেখা রয়েছে মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃনমূল কংগ্রেস জিন্দাবাদ। পোস্টার আজ সকালে নজরে আসতেই কেউ বা কারা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দেয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির দাবী এই ধরনের কোনো পোস্টারের খবর তিনি জানেন না। তাই তার বিষয়বস্তু নিয়েও তিনি মন্তব্য করতে চাননি।
অভিযুক্ত তৃনমূল নেতা পোস্টারে থাকা সমস্ত অভিযোগ উড়িয়ে তাঁর দাবী তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ নয় ওই পোস্টার দিয়েছে বিজেপি। অভিযোগ উড়িয়ে বিজেপির কটাক্ষ সরকারি বিভিন্ন প্রকল্পের কাটমানি নিয়ে তৃনমূলের দুই গোষ্ঠীর বিবাদেই এমন পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। তবে বিজেপির দাবী পোস্টারে তোলা সমস্ত অভিযোগ সর্বৈব সত্য।