বাঁকুড়াতে তৃণমূল নেতা গুলিতে ঝাঁজরা – স্থানীয় অভিযোগ গোষ্ঠী দ্বন্দ্বের জের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ১২,আগস্ট :: বাঁকুড়ায় তৃণমূল নেতাকে গুলি করে সরাসরি হত্যা সংক্রান্ত ঘটনাটি আজ (১২ আগস্ট ২০২৫) রাতে ঘটেছে। পুলিশ ও স্থানীয় উৎস অনুসারে:

ঘটনাটি ঘটেছে সোনামুখী থানা এখতিয়ারাধীন চাকাই গ্রামে, প্রায় রাত ১০টা নাগাদ। নিহত ব্যক্তি ছিলেন তৃণমূলের বুথ সমন্বয়ক সিকান্দার খান, ওরফে সয়ান খান। তিনি মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে গুলি চালানো হয়; মুখ্যভাবে শরীরের পেছনভাগ ও মাথায় গুলিতে নিহত হন তিনি।

স্থানীয় সূত্র অনুসারে দুষ্কৃতিরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তৃণমূল পক্ষ অভিযোগ তুলেছে এটি “বিজেপি -র পরিকল্পিত হত্যাকাণ্ড”—কারণ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী আসনে তারা হারের ভয়ে এই পরিকল্পনা চালিয়েছে বলে তারা মনে করে।

অন্যদিকে, বিজেপি বিষয়টি রাজনৈতিক কোন্দল —অর্থাৎ দলের অভ্যন্তরে জমি সংক্রান্ত গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছে । সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে দু’জনকে পুলিশ আটক করেছে। একই সঙ্গে পুলিশের তরফে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 20 =