নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার,০৭ জানুয়ারি :: বাঁকুড়ার তালডাংরায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সভামঞ্চে তৃণমূলের দুর্নীতির পাঁচালি পাঠ করেন এরপর পাঁচালি-পাচন দেব বললেন সুকান্ত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কপ্টার উড়তে দেরি, বলছে DGCA অনুমতি দেয়নি এই অভিযোগের সরাসরি জবাব দেন। পাশাপাশি শ্রীরাম পুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে এক হাত নেন।
আগামী বিধানসভায় ভবিষ্যত বাণী করেন বাঁকুড়ার সব আসন জিতবে বিজেপি শুধু নয় ২৯ এ বাঁকুড়ার মাটিতে লোকসভা আসনে গোহারা হারাব TMC কে হুঙ্কার দেন সুকান্ত মজুমদার ।

