নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ১২,অক্টোবর :: বাঁকুড়ার ইন্দপুরের নবারুণ সংঘের পূজোয় মণ্ডপ জুড়ে রয়েছে রাজস্থানী সংস্কৃতি। ‘এক টুকরো রাজস্থান’ থিমে এবার দর্শনার্থীদের নজর টানতে চায় নবারুণ সংঘের সর্বজনীন দুর্গাপুজো কমিটি। বহু বছর ধরে এই পুজো কমিটি দুর্গাপুজোর থিমে একের পর চমক দিয়ে আসছে দর্শনার্থীদের।
সেরার শিরোপাও ছিনিয়ে নিয়েছে বহুবার। পুজো উদ্যোক্তাদের দাবি, এবারও তাদের থিম দর্শনার্থীদের নজর কাড়বে। মণ্ডপে নানা কারুকার্য থাকছে। প্রায় দু’মাস ধরে মণ্ডপের কাজ চলেছে। জ্বালানি কাঠ, দড়ি, প্লাইউড, বাঁশ, পাটকাঠি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে মণ্ডপ গড়ে উঠছে। এছাড়াও রাজাদের আমলের পাখা , বহু মডেল ও রাজস্থানী একাধিক মুখোশ থাকছে। আকর্ষণীয় মণ্ডপের পাশাপাশি সাবেকি প্রতিমাতে পূজিতা হন মা