নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৬,অক্টোবর :: ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে তার ভাব ও ভাবনা প্রকাশের অন্যতম মাধ্যম হলো মুদ্রা। এই মুদ্রার ওপরে নির্ভর করেই নাচের মাধ্যমে ফুটে ওঠে সময় কাল বিষয় বস্তু পরিস্থিতি ভাবনা সমস্ত কিছুই। বাঁকুড়ার তরুণী মনোলীনা সেনগুপ্ত মন প্রাণ ঢেলে দিয়েছেন নাচে তবে শুধু পায়ে পায়ে ছন্দ নেই তার। মনোলীনার হাতে হাতেও ছন্দ ।
আঙুলগুলো সুর তাল শব্দে বিভিন্ন মুদ্রায় নাচ হয়ে ওঠে । এই নাচের নাম মুদ্রাগ্রাফি হাতের মাধ্যমে নাচ। এই মুদ্রায় ফুটে ওঠে বিভিন্ন গল্পকথা থেকে গনেশ বন্দনা কৃষ্ণর প্রেম থেকে শুরু করে, দেবীর আবাহন। নাচের এই বিশেষ মুদ্রায় দক্ষতার সাথে কাজ করে মন জয় করেছেন সংস্কৃতি প্রেমী মানুষদের