নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ২৮,ডিসেম্বর :: পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া বুরুডি এলাকা থেকে বাঁকুড়ার রানীবাঁধের গোঁসাই ডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনী জিনাত। তাঁকে ধরতে উঁচু নাইলনের জালে গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছে । জালের ধারে ধারে প্রস্তুত রয়েছেন বন কর্মীরা।
রেডিও কলার ট্র্যাকিং ডিভাইস দিয়ে বাঘের আসল লোকেশান ট্র্যাক করছেন বন কর্মীরা। গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে টোপ হিসাবে ২ টি মহিষ ব্যবহার করার জন্য আনা হয়েছে । সবমিলিয়ে বাঘিনিকে ধরতে আজ নজিরবিহীন তৎপরতা চোখে পড়ছে গোঁসাই ডিহি গ্রাম লাগোয়া রানীবাঁধের জঙ্গলে।
সর্বশেষ খবর অনুযায়ী বনদপ্তর বাঘিনীটিকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি ছুঁড়েছে পরিনাম এই মুহূর্তে অজানা ।