নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: সোমবার ২৬,জানুয়ারি :: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭-তম প্রজাতন্ত্র দিবস। পিছিয়ে নেই বাঁকুড়াও। আজ সকাল থেকেই বাঁকুড়া স্টেডিয়ামে ছিল সাজ সাজ রব।
বাঁকুড়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক সিয়াদ এন (আই এ এস)। অনুষ্ঠানের শুরুতেই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জেলা পুলিশের সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অভিবাদন গ্রহণ করার সময় জেলা শাসকের পাশে ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য (আই পি এস)।
কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং জেলার ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন ধরনের থিম-ভিত্তিক ট্যাবলো প্রদর্শিত হয়।
জেলার শহরের বিভিন্ন প্রান্তের স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দেশাত্মবোধক গান ও নাচের মাধ্যমে তারা দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘ প্রতীক্ষার পর এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখার জন্য আজ বাঁকুড়া স্টেডিয়াম দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ।

