সংবাদ প্রবাহ :: নিজস্ব সংবাদদাতা :: রবিবার :: ২৬ জুন :: বাঁকুড়া :: রবিবার কাকভোরে ওন্দা স্টেশন সংলগ্ন এলাকায় রেল দূর্ঘটনার পর সোমবার সকাল থেকে আদ্রা-খড়্গপুর শাখায় রেল পরিষেবা স্বাভাবিক হলো। এদিন বাঁকুড়া স্টেশন দিয়ে নির্দ্ধারিত সময়েই একের পর এক ট্রেন যাতায়াত শুরু করেছে। কিন্তু এখনো যাত্রীদের মধ্যে ‘আতঙ্ক’ কাজ করছে বলেই অনেকেই জানিয়েছেন।
এদিন সকালে বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে ট্রেন যাত্রী প্রবীণ রেল যাত্রী তপন চক্রবর্ত্তী বলেন, একই ধরণের ঘটনা বারবার ঘটছে, এটা যথেষ্ট আতঙ্কের। ভারতীয় রেল ব্যবস্থা অনেক পুরাণো, আর তাই যাত্রী সুরক্ষার স্বার্থে রেলের আধুনিকীকরণ দরকার বলে তিনি মনে করেন বলে জানান।