বাঁকুড়াঃ আমরা প্রায়শই শুনতে পাই পাখি শিকারের কথা। কিন্তু এবার তাঁরই উল্টোপুরাণ দেখা গেল বাঁকুড়ার বৈতলে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকের বৈতলেতে একটি পাখি উড়তে গিয়ে ১১০০ ভোল্ট ইলেকট্রিকের পোল সন্নিকটে তারের সাথে আটকে যায়, পাখিটির মৃত্যু প্রায় নিশ্চিত এমন সময় হটাৎ একজন মানুষের ইশ্বর রূপে আবির্ভাব ।

ওই ব্যক্তি দেরি না করেই তৎক্ষণাৎ সে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঐ ইলেকট্রিকের পোলে উঠে পাখিটির জীবন বাঁচায়। ব্যক্তিটির নাম বাকিবিল্লা খান। এর থেকে বলাই যাই মানুষের মানবতা এখনো হারিয়ে যায়নি, মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কিছু মানুষের আবির্ভাব হয় ভগবান রূপে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 14 =