বাঁকুড়াঃ গত দু’দিন ধরে ‘নিখোঁজ’ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গত দু’দিন ধরে ‘নিখোঁজ’ মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়াডিহি এলাকায়। মৃতের নাম সোমনাথ সরেন (৪৫)। বাড়ি খাতড়ার দামোদর গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, কেন্দুয়াডিহি পোষ্ট অফিসে দীর্ঘদিন ধরে বসবাস করেন খাতড়ার দামোদরপুরের কল্যাণী বালা সরেন। তাঁর স্বামী আগেই মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঐ পোষ্ট অফিসের একটি কুয়ো থেকে কল্যাণী বালা সরেনের দেওর সোমনাথ সরেনের ঝুনন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর রাজু লোহার।

মৃতের বৌদি কল্যাণী বালা সরেন বলেন, দু’দিন আগে থেকে দেওর সোমনাথ সরেন খাতড়ার গ্রামের বাড়ি থেকে নিখোঁজ ছিল। ‘মানসিক ভারসাম্যহীন’ ঐ যুবককে দু’দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। এদিন সকালে ঘুম থেকে উঠে কুয়োর মধ্যে ঝুলন্ত মৃতদেহ তিনি দেখতে পান বলে জানান।

পরে বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 15 =