নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলে সকাল হতেই “এক দাঁতাল হাতি প্রবেশ করলো । এই হাতির আগমনে চিন্তিত আলু চাষীরা। জয়পুর,বিষ্ণুপুর , জঙ্গল লাগোয়া জমিতে এখন ভোরবেলা থেকেই জোর- কদমে চলছে আলু তোলার কাজ ।
তারপর জঙ্গলের মাঝখানে থাকা রাস্তা দিয়ে পারাপার করতে হয় সারাদিন এই চাষীদের । কিন্তু হটাৎ এই হাতির আগমনে স্বাভাবিক ভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই মুহুর্তে বিষ্ণুপুর রেঞ্জের কোসির জঙ্গলে রয়েছে এই দাঁতাল হাতিটি , ফরেস্ট আধিকারিক ও হুলা পার্টিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যত্র সরিয়ে দেবার জন্য।