বাঁকুড়াঃ ডেওয়াবটতলাতে এচড় চুরিকে কেন্দ্র করে মাথায় কাটারির কোপ মারলো স্কুলের প্রধান শিক্ষক।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: এচড় চুরিকে কেন্দ্র করে মাথায় কাটারির কোপ দিলেন মথুরা টোফল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । উল্লেখ্য যে গতকাল সন্ধ্যায় ডেওয়া বটতলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এচড় চুরি কে কেন্দ্র করে একটি সালিশিসভা বসে । চুরি করা নিয়ে মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলের নাম জড়ায় ।

সোমনাথ রায় কে ছেলের নাম জড়ানোয় সালিশিসভা তে ডাকে স্থানীয় মানুষ এবং তৃণমূলের সদস্যরা ওই হেডমাস্টার মশায়ের বাড়িতে যান এবং তাকে সালিশি সভা তে আসার জন্য বলেন ।

তিনি না আসায় পুনরায় আবার তাকে ডাকতে গেলে পিছন থেকে কাটারির কোপ মারেন বলে জানান এলাকার মানুষ । গুরুতর আহত হন তুষার মন্ডল নামে এক ব্যাক্তি ।

তুষার মন্ডল এর মাথায় কাটারির কোপ মারায় তড়িঘড়ি ওই এলাকার মানুষ এবং সিভিক পুলিশ এর নেতৃত্বে আহত ব্যক্তিকে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । জানাযায় তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে বর্তমানে তিনি সুস্থ আছেন ।

অভিযুক্ত শিক্ষক সোমনাথ রায় তাকে কোতুলপুর থানার পুলিশ আটক করে আজ ২ রা এপ্রিল অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় কোতুলপুর থানার পুলিশ ।

অভিযুক্তের দাবি তার বাড়িতে চুরি করতে এসেছিল এমনকি মারধোর ও ওনার স্ত্রীকে শ্রীলতাহানি করেছে বলেও দাবি করেন অভিযুক্ত । অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =