নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: দামোদরের স্নান করতে এসে এক নাবালক সহ দু’জন নিখোঁজ। এদের মধ্যে একজনের নাম শুভ দাস (১৫), অন্যজন সৌরভ নন্দী (২১) ।স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার দুপুরে মেজিয়ার নতুন গ্রামের বাড়ি থেকে ঐ দু’জন দামোদর নদের মথুরা চণ্ডীর ঘাটে স্নান করার উদ্দেশ্যে বের হয়।দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঐ নদী ঘাটে স্নানের সামগ্রী এবং জুতো উদ্ধার হলেও তাদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মেজিয়া থানার পুলিশ। উদ্ধারকাজ চলছে ।