নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ধান বোঝাই লরির সামনের চাকা ফেটে উল্টে তার নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো চার জনের। রবিবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার জন্তা মোড়ের ঘটনা। মৃতদের নাম যথাক্রমে রটে মল্লিক, বুড়ো মল্লিক, সুরজিৎ মাণ্ডি ও গফুর মির্জা। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানা এলাকার বহরমপুর গ্রামে। একই সঙ্গে ঐ ঘটনায় গুরুতর আহত আজহার মির্জা ও উজ্জ্বল মল্লিক নামে আরো দু’জন।
সূত্রের খবর, এদিন তালডাংরার বিবড়দা থেকে একটি ধান বোঝাই লরি বিষ্ণুপুরের জয়কৃষ্ণপুর-পাত্রসায়ের রাস্তা দিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় জন্তা মোড়ের কাছে ঐ লরির সামনের চাকা ফেটে উল্টে যায়। ধানের বস্তার উপর বসে থাকা শ্রমিকদের ছ’জন নিচে চাপা পড়ে যান।
গুরুতর জখম অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। দু’জন চিকিৎসাধীন আছেন। দূর্ঘটনাগ্রস্ত লরিটি পুলিশ আটক করলেও চালক পলাতক বলে জানা গেছে।