বাঁকুড়াঃ পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ই.সি.এল কর্মীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বাঁকুড়া :: শুক্রবার পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ই.সি.এল কর্মীর। মৃতের নাম বিশ্বনাথ সূত্রধর। এদিন সকাল ৬ টা নাগাদ মেজিয়ার কালিদাসপুর কোলিয়ারি থেকে কাজ করে মেজিয়া-শালতোড়া রাজ্য সড়ক ধরে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বিশ্বনাথ সুত্রধর নামে ওই ব্যক্তি। হঠাৎই ছুতোরডাঙ্গা গ্রামের কাছে একটি পাথর বোঝাই লরি তাকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয় । মেজিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ‘ঘাতক’ লরিটিকে পুলিশ আটক করেও চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =