বাঁকুড়াঃ পানীয় জলের দাবিতে রাস্তা পথ অবরোধ করলেন খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রাম গ্রামের মহিলারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: পানীয় জলের দাবিতে রাস্তা পথ অবরোধ করলেন খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধারগ্রাম গ্রামের মহিলারা। সোমবার সকাল থেকে তাঁরা কলসি, বালতি নিয়ে খাতড়া-সিমলাপাল রাস্তার উপর ধারগ্রাম মোড়ে বসে পড়েন।

সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন। সমস্যায় পড়েন অসংখ্য মানুষ।

অবরোধকারীদের দাবি, বিগত পাঁচ দিন ধরে গ্রামে পানীয় জল নেই। পঞ্চায়েত থেকে বিডিও সর্বত্র জানিয়েও জল সমস্যার সমাধান হয়নি। গ্রামের একাশে পি.এইচ.ই-র উদ্যোগে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়েছে, তবে সেখানেও জল মেলেনা।এই অবস্থায় এক থেকে দেড় কিলোমিটার দূরের ডুমরিকোল, ঝরিয়া, ডাকাই গ্রাম থেকে জল আনতে হচ্ছে বলে অবরোধকারীরা জানান। খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছেছে খাতড়া থানার পুলিশ।

অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু জল সমস্যার স্থায়ী সমাধান না হলে অবরোধ তারা তুলবেন না বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =