বাঁকুড়াঃ বেআইনি পোস্ত চাষ বন্ধ করতে উদ্যোগী প্রশাসন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বেআইনি পোস্ত চাষ বন্ধ করতে উদ্যোগী প্রশাসন। বৃহস্পতিবার বাঁকুড়ার মেজিয়ার দামোদর নদী জপমালি চরমানা ও দেবগ্রাম বালি ঘাট এলাকায় ঐ বিষয়ে ড্রোন উড়িয়ে নজরদারি চালালো পুলিশ ও আবগারী দফতর।

প্রসঙ্গত, ফি বছর দামোদর নদের এই চর গুলিতে প্রচুর পরিমানে বেআইনী পোস্ত চাষ হয়ে থাকে। প্রশাসনের তরফে ধারাবাহিকভাবে এই এলাকায় অভিযান চালানো হয়। তারপরেও সম্পূর্ণভাবে এই পোস্ত চাষ বন্ধ করা যায়নি। তাই পোস্ত চাষের জমি চিহ্নিতকরণে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করলো আবগারী দফতর ।

নদীগর্ভে ড্রোন উড়িয়ে ঐ এলাকায় পোস্ত চাষের জন্য জমি চিহ্নিত করনের কাজ শুরু হলো ‌। ড্রোনের থেকে পাওয়া ছবির ভিত্তিতে আগামী দিনে পোস্ত চাষ ঠেকানোর অভিযান আরো একধাপ এগোবে বলছে জেলা আবগারী দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 10 =