বাঁকুড়াঃ যোগ্যতা অনুযায়ী পে স্কেলে স্থায়ীকরণ সহ ছ’দফা দাবিতে আন্দোলনে নামলো ওয়েষ্ট বেঙ্গল জি.আর.এস অ্যাসোসিয়েশান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: যোগ্যতা অনুযায়ী পে স্কেলে স্থায়ীকরণ, সমস্ত ধরণের সরকারী সুযোগ সুবিধা প্রদান, ৬০ বছরের চাকরীর নিশ্চয়তা প্রদান, গ্রুপ সি কর্মীর মর্যাদা দিন সহ ছ’দফা দাবিতে আন্দোলনে নামলো ওয়েষ্ট বেঙ্গল জি.আর.এস অ্যাসোসিয়েশান। বৃহস্পতিবার ঐ সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির তরফে জেলাশাসকের দপ্তরে গণ ডেপুটেশন দেওয়া হয়।

ওয়েষ্ট বেঙ্গল জি.আর.এস অ্যাসোসিয়েশানের তরফে বলা হয়েছে, সংগঠনের সদস্যরা গত ১৪ বছর ধরে পঞ্চায়েত স্তরে একশো দিনের কাজের সঙ্গে যুক্ত। জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতে ১৮১ জন এই কাজে যুক্ত। জীবনের মূল্যবান সময় আমরা এই কাজ করে যাচ্ছি, তারপরেও আমরা আমাদের ন্যাহ্য দাবি দাওয়া থেকে বঞ্চিত। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলেই তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =