নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১২ই,এপ্রিল :: রাজনৈতিক দল হিসেবে ‘সর্বভারতীয়’ তকমা হারনোর পর প্রথম জনসভা তৃণমূলের। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর দু’টায় বাঁকুড়ার ওন্দায় ঐ সভায় বক্তব্য রাখবেন দলের ‘সেকেণ্ড ইন কমাণ্ড’, সাংসদ অভিষেক বন্দ্যোধ্যায়। কিন্তু ঐ সভামঞ্চ সহ অন্যান্য তোরণ গুলিতে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ কথা লেখা রয়েছে এখনো।
এমনকি প্রধান বক্তা হিসেবে দলের ‘সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়’ হিসেবেও তাঁর নাম লেখা থাকায় তৈরী হয়েছে বিতর্ক। এই শব্দবন্ধ ব্যবহার কি ইচ্ছাকৃত ভুল নাকি ঐ ভুল নিছকই অনিচ্ছাকৃত।
আর এই সুযোগকে কাজে লাগিয়েছে বিজেপি। দলের নেতা ও ওন্দার বিধায়ক অমরনাথ শাখা তৃণমূলকে ‘ভারতীয় রাজনীতিতে ছাগলের তিন নম্বর বাচ্ছা’ দাবি করে বলেন, একটি আঞ্চলিক দলের সাধারণ সম্পাদক আসছেন, তার জন্য পাঁচ হাজার পুলিশ, ছ’হাজার সিভিক ভল্যান্টিয়ারের ব্যবস্থা করেছে প্রশাসন।
নির্বাচন কমিশনের তরফে তৃণমূলের সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ার পর ঐ শব্দবন্ধ ব্যবহার না করা উচিৎ ছিল বলে তিনি মনে করছেন বলে জানান।