নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: গাড়ির ধাক্কায় এক কিশোরের গুরুতর আহত কে ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর আহত কিশোরের নাম শ্রীনাথ শীল।
কিশোরের দুর্ঘটনার পর ৬০ নম্বর জাতীয় সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সাইকেলে মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল শ্রীনাথ শীল। উলটো দিক থেকে একটি মারুতি গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে।
ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় ওই কিশোর। শুধু এই কিশোর নয় এই কিশোরের পাশাপাশি আরো দুই পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ।
স্থানীয়দের প্রচেষ্টায় তাদের সকলকে দ্রুত মেজিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও গুরুতর আহত শ্রীনাথ শীল কে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এরপরই স্থানীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধের জেরে সাময়িক আটকে পড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। পরে মেজিয়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।