নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: স্বয়ং জেলাশাসক জাতীয় পতাকার ‘অবমাননা’ করেছেন অভিযোগ তুলে ধিক্কার সমাবেশ বিজেপির। সোমবার শহরের মাচানতলায় এই প্রতিবাদ কর্মসূচী ও ধিক্কার সমাবেশে অংশ নেন অসংখ্য বিজেপি নেতা কর্মী।
প্রসঙ্গত, সোমবার স্বাধীনতা দিবসের সকালে বাঁকুড়া জেলা সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার। পরে দেখা যায় জেলাশাসকের তোলা ঐ পতাকা উল্টোভাবে উড়ছে। বিষয়টি বুঝতে পেরেই সংশোধনাগার কর্তৃপক্ষ তড়িঘড়ি পতাকা নামিয়ে আনেন ও তা সোজা করে তুলেন।
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, জেলাশাসক জাতীয় পতাকার অবমাননা করেছেন। উল্টো পতাকা তুলে তা নামানোর পর তা মাটিতে নামানো হয়েছে, পায়ে লেগেছে। এই ঘটনায় জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে বলে তিনি দাবি করেন।